পরিষেবা
অর্থনীতি
0

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। আজ ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৯ টায় এ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। জ্বালানি বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৬ হাজার মেগাওয়াটের বেশি। তবে সাধারণত গড় চাহিদা থাকে ১৫ হাজার মেগাওয়াটের মধ্যে। আর চাহিদার বিপরীতে গড় উৎপাদন হয় ১৪ হাজার মেগাওয়াট।

এপ্রিল মাসজুড়েই প্রচণ্ড দাবদাহে বেড়েছে বিদ্যুতের চাহিদা। সেই সঙ্গে বেড়েছে লোডশেডিংও। তবে ঘাটতি থাকলেও এরই মধ্যে চাহিদার বিপরীতে দেশের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন রেকর্ড করেছে বিদ্যুৎ বিভাগ।

সংশ্লিষ্টরা বলছেন, এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে কাজ করে যাচ্ছে। জনজীবনে স্বস্তি বজায় রাখাই মূল লক্ষ্য।

এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিলো গত ২২ এপ্রিল। এদিন রাত ৯টায় সর্বোচ্চ ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

চলতি বছর গরমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৭ হাজার ৫০০ মেগাওয়াট হতে পারে বলে ধারণা করছে বিদ্যুৎ বিভাগ।

যদিও গরম আসার আগে লোডশেডিং হবে না এমন আশ্বাস দিয়ে বিদ্যুৎ বিভাগ জানিয়েছিলো, এবছর সর্বোচ্চ ১৮ হাজার পর্যন্ত উৎপাদনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর