পরিষেবা , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙ্গরে এমভি আবদুল্লাহ

সোমালিয়ান জলদস্যু থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছেছে। সন্ধ্যান পর আসবে মূল জেটিতে। মালিকপক্ষের একটি সূত্র আজ (রোববার, ২১ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ২টার পর শারজা অঞ্চলে পৌঁছায় এমভি আবদুল্লাহ। সে সময় জাহাজটি গভীর সমুদ্রে ছিল। নোঙর করতে সময় লাগবে। মালিকপক্ষ ও মিশন বলছে কিছু প্রক্রিয়া শেষে এটি বন্দরে আসতে পারবে। এর ঘণ্টাখানেক পর এটি আল হামরিয়া বন্দরে বহির্নোঙ্গর করেছে।

জানা যায়, সোমবার (২২ এপ্রিল) জাহাজটি থেকে কয়লা খালাস শুরু হবে। আরব আমিরাত থেকে প্রথমে জাহাজের ২ নাবিক বিমানে দেশে ফিরবেন। এরপর বাকি ২১ জন ওই জাহাজে দেশে আসবেন।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় এসে পৌঁছায়।

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা।

এরপর তারা জাহাজটিকে দেশটির উপকূলে নিজেদের ডেরায় নিয়ে যায়। ৩২ দিন জিম্মি থাকার পর গত ১৩ এপ্রিল জাহাজটি ছাড়া পায়।

আসু