পরিষেবা
অর্থনীতি
0

আগামীকাল যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আগামীকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবারহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আগামীকাল যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হল- পূর্ব জুরাইন, পোস্তগোলা, কদমতলী ক্যান্টনমেন্ট, যাত্রাবাড়ী, মুরাদপুর, হাইস্কুল রোড, মাদ্রাসা রোড, কেরানীগঞ্জ ও জিনজিরা।

এসব এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

দুঃখ প্রকাশ করে তিতাস জানিয়েছে, 'সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত'

গ্যাসের পাইপলাইন সংস্কারে নিয়মিত কাজ করার জন্য মাঝেমধ্যে বিভিন্ন এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে তিতাসকে।

ইএ

আরও পড়ুন: