পরিষেবা
অর্থনীতি

ইউনিটপ্রতি ৩৮-৭০ পয়সা বাড়ছে বিদ্যুতের দাম

প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বাড়লো ৩৪ থেকে ৭০ পয়সা। মার্চের প্রথম সপ্তাহ থেকে নতুন এই দাম কার্যকর হবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, অনেকটা বাধ্য হয়েই বাড়াতে হচ্ছে বিদ্যুতের দাম। তাছাড়া পর্যায়ক্রমে ভর্তুকি তুলে নেয়াও সরকারের লক্ষ্য। সেক্ষেত্রে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়বে ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত।

মন্ত্রী বলেন, 'সহনীয় পর্যায়ে যাতে সমন্বয়টা হয়, সেটার একটা ব্যবস্থা আমরা নিয়েছি। অল্প অল্প করে আমরা প্রাইসিংটাকে রিএডজাস্টমেন্ট করছি।'

গেলবছর ৩ দফায় ১৫ শতাংশ দাম বেড়েছে বিদ্যুতের। বর্তমানে বিদ্যুতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও জানান, বিদ্যুতের পাশাপাশি বাড়বে গ্যাসের দামও। তবে আবাসিক ও শিল্পখাতে এখনই দাম বাড়ছে না। শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ইউনিট প্রতি ৭৫ পয়সা বাড়ানো হবে।

সাংবাদিকদের মন্ত্রী জানান, 'গ্যাসের এডজাস্টমেন্ট গ্রাহক পর্যায়ে হচ্ছে না। বিদ্যুতের পর্যায়ে হচ্ছে। অর্থাৎ আবাসিক খাতে গ্যাস ব্যবহারে কোনো দাম বাড়ছে না। ইন্ডাস্ট্রিতেও হচ্ছে না। গ্যাস যে বিদ্যুৎকে গ্যাস দেয়, সেখানে আমরা কিছুটা সমন্বয় করছি।'

বিদ্যুতের দাম বাড়বে এমন আভাস পাওয়া গিয়েছিলো বছরের শুরুতেই। চলতি বছরের মার্চ থেকেই কার্যকর হচ্ছে তা।

গত বছরের ১৮ জানুয়ারি শিল্পসহ অন্যান্য খাতে গ্যাসের দাম গড়ে ৮০ শতাংশ বাড়ানো হয়। এ সময় সবচেয়ে বেশি ১৭৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের দাম। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিট গ্যাসের দাম ১৪ টাকা। প্রতি ইউনিট গ্যাসের পেছনে সরকারের খরচ গড়ে ২৪ টাকা। এলএনজি আমদানির জন্যই গ্যাসের খরচ বাড়ছে।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর