কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী জানান, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগের মাসের চেয়ে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সাড়ে পাঁচ ও সাড়ে বারো কেজিসহ বাজারে চালু থাকা সব ধরনের সিলিন্ডারের দামও বেড়েছে।
এদিকে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজি'র দাম একই থাকলেও কিছুটা বেড়েছে ভোক্তা পর্যায়ের অটোগ্যাসের দাম। ২ টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে অটোগ্যাস পাওয়া যাবে মূসকসহ লিটারে ৬৭ টাকা ৬৮ পয়সায়। রেটিকুলেটেড গ্যাস পাওয়া যাবে ১১৯ টাকা ৪ পয়সায়। এছাড়া বিভিন্ন গ্যাস বিতরণ কোম্পানি বাসা বাড়িতে গ্যাসের দাম সমন্বয়ের জন্য যে আবেদন করেছে তা এখনো যৌক্তিকতা নিরূপণ অবস্থায় আছে বলে জানায় বিইআরসি।
সন্ধ্যা থেকে এই দাম কার্যকর হবে।
এর আগে গত ২ জানুয়ারি বাড়ে ১২ কেজি'র সিলিন্ডারের দাম। সেসময় আগের দামের চেয়ে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।