পরিষেবা
অর্থনীতি
0

১২ কেজির এলপিজিতে কমলো ৩০ টাকা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি জুন মাসের জন্য ৩০ টাকা কমিয়ে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

আজ (সোমবার, ২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করেছে বিইআরসি। সন্ধ্যা থেকেই কার্যকর হবে নতুন দাম।

১ টাকা ৩৯ পয়সা কমেছে ভোক্তাপর্যায়ের অটোগ্যাসের দাম। নতুন দরে ভোক্তাপর্যায়ে জুন মাসে অটোগ্যাস পাওয়া যাবে লিটারে ৬২ টাকা ৫৩ পয়সায় এবং রেটিকুলেটেড গ্যাস পাওয়া যাবে ১০৯ টাকা ৭২ পয়সায়।

এর আগে গত মে মাসের জন্য ৪৯ টাকা কমিয়ে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

চলতি বছরের এপ্রিলে ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪শ' ৪২ টাকা এবং তার আগের মাস অর্থাৎ মার্চে ১ হাজার ৪৭৪ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

আসু