এর বিপরীতে আহরণ হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৪৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে সংস্থাটির ঘাটতি ১৬ হাজার ৪৪৫ কোটি টাকা।
এদিকে গত অর্থবছরে একই সময়ে আহরণ হয়েছিলো ১ লাখ ১৫ হাজার ৮১৭ কোটি টাকা। সে তুলনায় এবছরের প্রবৃদ্ধি ১৪.২৭ শতাংশ।
এনবিআর বলছে, আমদানি ও রপ্তানি পর্যায়ে ৪৭ হাজার ২২২ কোটি টাকার বিপরীতে আহরণ হয়েছে ৪১ হাজার ৪৪১ কোটি টাকা। ঘাটতি ৫ হাজার ৭৮১ কোটি টাকা। স্থানীয় পর্যায়ে মূসকে ৫৬ হাজার ৭৫ কোটি টাকার বিপরীতে আহরণ হয়েছে ৫১ হাজার ৫২৩ কোটি টাকা। ঘাটতি ৪ হাজার ৫৫২ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ কর ৪৫ হাজার ৪৯৬ কোটি টাকার বিপরীতে আহরণ হয়েছে ৩৯ হাজার ৩৮৪ কোটি টাকা। ঘাটতি ৬ হাজার ১১১ কোটি টাকা।
গত অর্থ বছরের সঙ্গে তুলনা করলে একই সময়ে প্রবৃদ্ধি ছিলো ১৩.২৫ শতাংশ। আর এ বছরের প্রবৃদ্ধি ১৪.২৭ শতাংশ। চলতি বছরের লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণের হার ৮৯ শতাংশ। আর গত অর্থ বছরে একই সময়ে লক্ষ্যমাত্রা অর্জনের হার ছিলো ৯০ দশমিক ২১ শতাংশ।
এদিকে নভেম্বর পর্যন্ত দেশে মোট ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর দাঁড়িয়েছে ৯৭ লাখে। বিপরীতে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে ২৭ লাখ।





