চুক্তি
অর্থনীতি

ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে আগামীকাল (রোববার, ৭ এপ্রিল) ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এই সফরে হতে পারে কয়েকটি সমঝোতা স্মারক।

এই প্রথম ব্রাজিলের মন্ত্রী পর্যায়ের কেউ বাংলাদেশ সফরে আসবেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও এফবিসিসিআই-এর উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, এর মধ্য দিয়ে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নয়, দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হবে।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যে কারিগরি, কৃষি ও ক্রীড়াসহ একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে।

দুই দেশের মধ্যে বাণিজ্য যোগাযোগ আরও নিবিড় করতে ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে এফবিসিসিআই।

মাউরো ভিয়েরার সঙ্গে ২৪ সদস্যের প্রতিনিধি দলও থাকবে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ব্রাজিল-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে জোরদার হয়েছে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর