যমুনা সার কারখানায় ফের ইউরিয়ার উৎপাদন বন্ধ

এখন জনপদে , শিল্প-কারখানা
অর্থনীতি
0

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের দ্বিতীয় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে ফের ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

কারখানার প্রশাসন জিএম দেলোয়ার হোসেন বলেন, '২০২৪ সালে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসিআইসি।'

এ জন্য সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যমুনা সারকারখানায় গত বছরের ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশর কোম্পানি।

এরপর থেকেই ১৩ মাস ২৩ দিন কারখানায় উৎপাদন বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারি বিকেলে গ্যাসে সংকটের দায় দিয়ে ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হলেও ৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হলো।

ইএ

BREAKING
NEWS
2