আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারি, ফৌজদারহাট, মাদাম বিবির হাটসহ বেশ কয়েকটি স্থানে মানববন্ধন করা হয়।
এতে ব্যানার ফেস্টুনসহ শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার শ্রমিক ও ব্যবসায়ী অংশ নেন। এ সময় বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে অর্ধশত বছরের পুরোনো শিল্পকে বন্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বক্তারা।
তারা বলছেন, দেশের অর্ধশত বছরের পুরোনো এই শিল্প বন্ধ হলে লাভবান হবে পাশের দেশ ভারত ও পাকিস্তান। বেকার হবে শিল্পের সঙ্গে জড়িত লাখের বেশি শ্রমিক।
এনবিআরের তথ্য বলছে, দেশে জাহাজ ভাঙা শিল্প থেকে প্রতিবছর রাজস্ব আসে ১২শ' কোটি টাকার মতো।
একই সঙ্গে ঘরের আসবাব শিল্পের কাঁচামালসহ শত ধরনের পণ্য দেশে বিদেশে বিক্রি করা যায়। এ অবস্থায় দেশীয় স্বার্থে জাহাজ ভাঙা শিল্প রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানানো হয়।