আজ (বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বেক্সিমকো পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলো নিয়ে সার্বিক পরিস্থিতির উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এমনটা বলেন।
এসময় তিনি বলেন, 'প্রতিষ্ঠানের এই শিল্প পার্কের ৩২ টি ফ্যাক্টরির ১৬ টি অস্তিত্বহীন।'
এসময় বেক্সিমকোর কর্মকর্তা-কর্মচারীদের দাবির বিষয়ে জানতে চাইলে শ্রম উপদেষ্টা বলেন, 'কোন সরকারের পক্ষেই তাদের ৩ দফা দাবি মেনে নেয়া সম্ভব না। বকেয়া বেতন পরিশোধে সরকার প্রতি মাসে ৬০ কোটি টাকা খরচ করেছে বলেও জানান।'
এছাড়া গত বুধবার ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় সৃষ্ট অস্থিতিশীলতা দেশের পোশাক খাতকে ধ্বংসের চেষ্টা বলেও জানান এই উপদেষ্টা।
তিনি বলেন, 'দ্রুতই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।'