শিল্প-কারখানা
অর্থনীতি
0

আখ সংকটে বন্ধ হয়ে যাওয়া ৬টি চিনিকল ফের চালু হবে: শিল্প উপদেষ্টা

আখ সংকটে বন্ধ হয়ে যাওয়া ৬টি চিনিকল ফের চালু করার কথা জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শুক্রবার, ১৫ নভেম্বর) বিকেলে নাটোরের নর্থবেঙ্গল চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করে এ কথা জানান তিনি।

দেশে চিনির উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে সরকার কাজ করছে বলে জানান তিনি। এসময় তিনি আশা প্রকাশ করেন নর্থবেঙ্গল সুগার মিল যেন বন্ধ না হয় এবং আখ চাষিরা যেন উপকৃত হন।

এছাড়া ভোলায় আবিষ্কৃত নতুন গ্যাসকূপ থেকে গুরুত্ব বিবেচনায় শিল্প কারকারখানায় সরবরাহের পরিকল্পনার কথাও জানান শিল্প উপদেষ্টা। চলতি মৌসুমে নর্থ বেঙ্গল চিনিকল থেকে ১৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইএ