পোশাক খাতের এই সংগঠন জানায়, এক মাসের জন্যে প্রায় এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ কোটি টাকার লোন চাওয়া হয়েছে।
এছাড়াও আগে লোন ছয়টি ইন্সটলমেন্টে শোধ করা যেতো কিন্তু গত সরকারের আমলে সেটিকে তিনটি ইন্সটলমেন্টে শোধ করার নিয়ম করা হয়। তবে, বৈঠকে অর্থ উপদেষ্টার কাছে তারা সেই নিয়মকে তিনটি ইন্সটলমেন্টে নিয়ে আসার আহ্বান জানায়।
এছাড়াও বায়ার্স ফোরামের সাথে মিটিং করে পোশাক খাতের আগের কনফিডেন্স ফিরিয়ে আনা হবে বলেও জানায় তারা।