শিল্প-কারখানা
অর্থনীতি

চামড়া শিল্পের উন্নয়নে দীর্ঘমেয়াদী করণীয় নির্ধারণ করা হয়েছে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘চামড়া শিল্পের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী করণীয় নির্ধারণ করা হয়েছে। বিসিক ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিগত সহযোগিতাসহ এসব করণীয় বাস্তবায়নে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।’

আজ (রোববার, ১২ মে) রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ’চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স’ এর ৭ম সভায় মন্ত্রী এ কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণ করেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘চামড়া যাতে নষ্ট না হয় এজন্য সংরক্ষণ সুবিধা বাড়াতে হবে। চামড়া ব্যবসায়ী ও পাইকাররা যাতে পুঁজির সমস্যায় না পড়েন পাশাপাশি সহজ শর্তে ঋণ পান, সে বিষয়েও পদক্ষেপ নেয়া হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘কোরবানির ঈদে পশুর চামড়া এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠানো হয়ে থাকে। এর সঙ্গে আমাদের ধর্মীয় অনুভূতি জড়িত। আর কোরবানির চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ ও মানসম্মত পরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হতে পারে।’

এসময় কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আগের মতো অবস্থা নেই বলেও জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আগের চেয়ে অনেক উন্নতি করেছি।’

এই সম্পর্কিত অন্যান্য খবর