বাংলাদেশ ও জাপানের যৌথ অংশীদারত্বে শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ায় তাদের এই নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়।
৭০ বিঘা আয়তন নিয়ে শুরু হতে যাওয়া জাপান ওয়ার্লড এসএসডব্লিউ ট্রেনিং সেন্টার নামে এই প্রশিক্ষণ কেন্দ্রে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে ১২টি ক্যাটাগরিতে বছরে অন্তত ১০ হাজার মানুষ নিজেকে দক্ষ হিসেবে তৈরি করে জাপানে পাড়ি দিতে পারবেন৷
আজ চুক্তি স্বাক্ষরের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের বিখ্যাত সো-কিকাকো সেকেই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুমিও হারা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের সংরক্ষিত নারী সাংসদ ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দীকি রোজি, জাপানের সিনিয়র ইঞ্জিনিয়ার তসিরিও কান, কাওয়াই গ্রুপের বাংলাদেশি ম্যানেজিং ডিরেক্টর দেওয়ান সামির, গ্রুপের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস, রোজ গ্রুপের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা প্রমুখ।
সুমিও হারা জানান, জাপানে দক্ষ শ্রমিকের সংকট রয়েছে। তবে জাপানের সরকারি নীতিমালায় অদক্ষ কোন শ্রমিক সেখানে স্থান পাবেনা। বাংলাদেশ-জাপানের সরকারের সু-সম্পর্কের ফলশ্রুতিতেই বাংলাদেশ থেকে শ্রমিক জাপানে প্রবেশ করানোর লক্ষেই কাওয়াই এবং সোকিকো গ্রুপের যৌথ ব্যবস্থাপনায় এখানে এই ট্রেনিং সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকে জাপান জাপান ওয়ার্লড এসএসডব্লিউ ট্রেনিং সেন্টারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারসহ স্থানীয়দের সহায়তা অব্যহত থাকলে আগামী ৩ মাসের মধ্যেই এখানে স্থাপন করা হবে প্রকল্পের ভিত্তি প্রস্তর।