সভায়, চরাঞ্চলে বিগত সময়ের সংঘাত ও সংঘর্ষের কারণ তুলে ধরে আলোচনা করে এলাকাবাসী। এছাড়া, ক্ষুদ্র কোনো ঘটনাকে ঘিরে তৈরি হওয়া অপপ্রচার কিভাবে সাধারণ মানুষকে সংঘর্ষে জড়াতে উদ্বুদ্ধ করে সেগুলো চিহ্নিত করা হয়।
কিভাবে এসব অপকর্ম শূন্যের কোঠায় নামিয়ে আনা যায় সেসব বিষয়ে আলোচনা করে সুধিজনরা। প্রায় ৫ শতাধিক নারী পুরুষ ছাড়াও সভায় নরসিংদী জেলা যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার তার বক্তব্যে বলেন, ‘মিথ্যা ও অপপ্রচার করে সাধারণ মানুষকে উস্কে দিয়ে চরাঞ্চলে ঝগড়া হয়। এগুলো আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধও করতে হবে। গত সপ্তাহে ঈদের দিনও এই চরাঞ্চলে ঝগড়া হয়েছে। যা সকলের জন্যই লজ্জাজনক। আমরা কোনোভাবেই ঝগড়া, অপবাদ, মানহানিকর মিথ্যা মামলা চাই না। চরাঞ্চলের সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই। সুন্দর একটি দেশ গড়তে চাই আমরা।’
আবদুস সালাম নামে স্থানীয় এক শিক্ষক বলেন, ‘চরাঞ্চলে এভাবে সংঘাত ও সংঘর্ষ চলতে থাকলে নতুন প্রজন্ম ভুল বার্তা পাবে। কোনোভাবেই নতুন প্রজন্মকে ভুল পথে পরিচালিত করা যাবেনা। আমরা সকল প্রকার সংঘাত বন্ধ চাই।’