বাজার , স্বর্ণের বাজার
অর্থনীতি
0

স্বর্ণের ভরিতে কমলো ১ হাজার ৬২১ টাকা

দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম কমেছে ভরিতে ১ হাজার ৬২১ টাকা। মূলত বাজারে দাম নিম্নমুখী থাকায় তা স্বর্ণের দামেও প্রভাব ফেলেছে। আজ (রোববার, ১ সেপ্টেম্বর) বাজুসের প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।

সভায় ২২ ক্যারেট হলমার্ককৃত প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।

অন্যদিকে ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৫৪০ টাকা। নতুন দর ১ লাখ ২০ হাজার ৫৮২ টাকা। এছাড়াও ২০ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত দুই মাসে স্বর্ণের দাম ছয় বার বেড়েছে। চলতি মাসে এসে স্বর্ণের দাম কমলো। সবশেষ স্বর্ণের দাম বাড়ার পর তিনটি স্মারক স্বর্ণ মুদ্রার দাম ১০ হাজার টাকা বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। তবে প্রতিবারই অপরিবর্তিত থেকেছে রুপার দাম।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর