গতকাল (সোমবার, ২৭ সেপ্টেম্বর) রাতে নেভি কনভেনশন হলে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দর পুরোপুরি অটোমেটেড বা ডিজিটাল হবে জানিয়ে এসএম মনিরুজ্জামান বলেন, ‘আগামীর বাণিজ্য চাহিদা পূরণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বে টার্মিনাল, লালদিয়া কনটেইনার টার্মিনালসহ বিভিন্ন প্রকল্প নিয়েছে। কয়েক বছরের মধ্যে বন্দরের সক্ষমতা অনেক বাড়বে। ন্যাশনাল সিঙ্গেল উইনডো হলে বৈশ্বিক শিপিং বাণিজ্যে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।’
আরও পড়ুন:
অনুষ্ঠানে বক্তারা সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশের অপার সম্ভাবনা কাজে লাগাতে সঠিক নীতি প্রণয়নের আহ্বান জানান।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নৌ বাণিজ্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে পারলে এ খাত থেকে বছরে সাত বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয় সম্ভব।’





