কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

পবিত্র ঈদুল ফিতর, মহান স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে সকল ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আকমল হোসেন জানান, পবিত্র ঈদুল ফিতর, মহান স্বাধীনতা দিবস এবং সাপ্তাহিক ছুটির দিনসহ ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল টানা ১০ দিন সোনাহাট স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি বন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা, সহকারী পরিচালক (ট্রাফিক), সোনাহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার, আমদানি-রপ্তানিকারক সমিতি এবং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল হক জানান, বুধবার (২৬ মার্চ) থেকে টানা ১০ দিন বন্ধ থাকার পর ৫ এপ্রিল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালু হবে।

এসএস