বাজার , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

আমদানি প্রায় দ্বিগুণ, তারপরও হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

চারদিনে কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বাড়লেও পেঁয়াজের দাম বেড়েছে। চারদিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। আমদানিকারকরা বলছেন, দেশি পেঁয়াজের দাম বাড়ার প্রভাব পড়েছে আমদানি করা পেঁয়াজের দামেও। দাম বাড়ার ফলে বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

হিলি স্থলবন্দরে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও, আজ (রোববার, ২৭ অক্টোবর) সকাল থেকে তা বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়।

হিলি স্থলবন্দরে সাধারণত দৈনিক ৫০০ থেকে ৬০০ টন পেঁয়াজ আমদানি করা হলেও, গতকাল (শনিবার, ২৬ অক্টোবর) প্রায় ৯৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানি বাড়লেও দেশি পেঁয়াজের দামের প্রভাব দাম বাড়ার কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।

এদিকে দিনাজপুরে দেশি পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৩০ থেকে ১৪০ টাকা দরে। খুচরা বাজারে ভারতীয় নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে, অন্যদিকে ভারতীয় ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫ টাকা দরে।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের প্রথম ১৬ দিনে ভারত থেকে প্রায় ১০ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে। এভাবে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও পেঁয়াজের দাম বাড়ার কারণ খোঁজার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতা ও পাইকারি ব্যবসায়ীরা।

এসএসএস