আমদানি-রপ্তানি
অর্থনীতি

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্রাজিলকে বিনিয়োগের আহ্বান

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ব্রাজিলকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ (রোববার, ৭ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন উল্লেখ করার মতো। আমরা স্থানীয় ও আন্তর্জাতিক বহু বিষয় নিয়ে কথা বলেছি।’

মাউরো ভিয়েরা আরও বলেন, ‘সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র নিয়ে আমাদের আলোচনা হয়েছে। শুল্ক কমানোর বিষয়টি আমরা বিবেচনা করবো।’

এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বৈঠকে তুলা আমদানির বিষয়ে কথা হয়েছে। আর স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য ব্রাজিলের বিনিয়োগকারীদের আহবান জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেশটির প্রথম কোন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছে। আমাদের আলোচনা সফল হয়েছে। বৈঠকে শুল্ক কমানোর বিষয়ে কথা হয়েছে।’

এদিকে বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানেও আলোচনা হয়েছে। আর জলবায়ুর পরিবর্তন এখন দুই দেশের জন্য একটি বড় সংকট বলেও পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

এছাড়া আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌ ব্রা‌জিল সফর কর‌তে পারেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে দুপুর সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রাজিল ব্যবসা বাণিজ্যে গুরুত্ব দিচ্ছে। এফবিসিসিআইয়ের সঙ্গে কাল মাউরো ভিয়েরা বৈঠক করবেন। দেশটিতে আমরা গার্মেন্টসের ডিউটি ফ্রি চেয়েছি। আমাদের টার্গেট সাউথ আমেরিকার বাজার। আমরা ওষুধ শিল্প যেন রেজিষ্ট্রেশন করে রফতানি করতে পারি, বৈঠকে সেই বিষয়ে কথা হয়েছে। তারা আমাদের ওষুধ নিতেও আগ্রহী।’

এদিকে আজ সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে পৌঁছান। ব্রাজিল-বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে দুদিনের সরকারি সফরে তিনি বাংলাদেশে এসেছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এই সম্পর্কিত অন্যান্য খবর