আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

রপ্তানির দেড় কোটি টাকার মাছ ২৯ লাখে বিক্রি

চট্টগ্রাম

রপ্তানির কথা থাকলেও ১ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের নয় প্রজাতির মাছ চট্টগ্রাম কাস্টম হাউসের উন্মুক্ত নিলামে বিক্রি হলো ২৯ লাখ ৮০ হাজার টাকায়। নিলামে বিক্রি হওয়া মাছের তালিকায় আছে ইলিশ মাছের ডিম, কই, কাচকি, বাঁশপাতা, চাপিলা, পাবদা, মইল্লা, আইর ও বজুরি মাছ।

নিলামে তোলা ১৩ হাজার কেজি মাছ ২০২৩ সালের এপ্রিলে রপ্তানির কথা ছিল। কিন্তু চালানে রপ্তানি নিষিদ্ধ ইলিশ মাছের ডিম থাকায় এটি জব্দ করে কর্তৃপক্ষ। গেল ডিসেম্বরে এই মাছের চালানের কায়িক পরীক্ষা করে কাস্টমসের নিলাম শাখা।

চীন থেকে আমদানি করা দুই কনটেইনার অ্যামুনিয়াম বাই কার্বনেটের মধ্যে এক কনটেইনার বিক্রি হলো ৪৮ লাখ ১০ হাজার টাকা দামে। যা সংরক্ষিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ।

নিলামে নয় লাখ টাকা মূল্যের ৫৬৫ কেজি ফুড সাপলিমেন্টারি বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। যেখানে সংরক্ষিত মূল্য ধরা হয়েছে নয় লাখ টাকা।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর