২০২৩ সালে দেশে চা উৎপাদনে রেকর্ড

0

প্রথমবারের মতো ১০ কোটি কেজি চা উৎপাদনের মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। চা শিল্পের ১৭৫ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড। এছাড়া ২০২৩ সালে রপ্তানিও বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

দৈনিক ১০ কোটি কাপ চায়ে চুমুক দেন ভোক্তারা। ট্রি ট্রের্ডাস অ্যাসোসিয়েশনের এই হিসেব বলে দিচ্ছে চায়ের নেশায় বুদ অনেকেই।

২০২১ সালে ১শ' ৬৮টি চা বাগান ও ছোট ছোট বাগান থেকে সর্বোচ্চ ৯ কোটি ৬৫ লাখ কেজি চা উৎপাদন হয়। যদিও বিরূপ আবহাওয়া ও শ্রমিক ধর্মঘটে পরের বছর কমে যায় ফলন এবং ২০২২ সালে উৎপাদন ৯ কোটি ৩৮ লাখে কেজিতে ঠেকে। গেল কয়েক বছরে চা বোর্ড ১০০ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করলেও পূরণ হয়নি। অবশেষে বিদায়ী বছরে ১০ কোটি কেজি চা উৎপাদনের রেকর্ড করলো বাংলাদেশ। চূড়ান্ত হিসেব না হলেও চা বোর্ড বলছে ২০২৩ সালে ১০ কোটি ৩০ লাখ কেজি চা উৎপাদন হবে। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি ২০ লাখ কেজি।

সংশ্লিষ্টরা বলছেন উন্নত জাতের চারা, সেচ ব্যবস্থার পাশাপাশি চা শিল্পে বিপুল অংকের কর্পোরেট বিনিয়োগে হয়েছে। সেই সঙ্গে চা বোর্ডের বিভিন্ন পদক্ষেপেও বেড়েছে উৎপাদন। ২০২৫ সালে ১৪ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্য চা বোর্ডের।

চা উৎপাদনের চিত্র

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, 'বিদেশি মার্কেট যদি ধরতে চান তাহলে মান বাড়াতে হবে। সেই লক্ষ্যে আমরা প্রথমবারের মত টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল কোর্স চালু করেছি।'

বিদায় বছরে বেড়েছে চা রপ্তানিও। ২০২২ সালে ৭ লাখ ৭৮ হাজার কেজি চা রপ্তানি হলেও ২০২৩ এ রপ্তানি হয়েছে ১০ লাখ ৪৫ হাজার কেজি চা।

কিন্তু নিলামে চায়ের দাম ও বিক্রি কমায় দুশ্চিন্তার ছাপ চা বাগান মালিক ও কর্মকর্তাদের। চলতি মৌসুমে ৩৭ তম নিলাম পর্যন্ত চা বিক্রি হয়েছে ৭ কোটি ১৭ লাখ লাখ কেজি। যা ২০২২ সালের চেয়ে সাত লাখ কেজি কম। সেই সঙ্গে নিলামে চায়ের দাম কমেছে কেজিতে গড়ে ৫০ টাকা। ২০২২ এ নিলামে গড়ে ১৯৬ টাকায় চা বিক্রি হলেও চলতি মৌসুমে বিক্রি হচ্ছে গড়ে ১৪৩ টাকায়। এতে চা বাগানগুলো লোকসানে পড়েছে। এজন্য উত্তরবঙ্গের নিম্নমানের চা এবং চোরাই পথে প্রতিবেশ দেশ থেকে চা আসাকে দায়ি করছেন বাগান সংশ্লিষ্টরা।

চৌধুরী চা বাগানের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, 'উৎপাদন খরচ থেকে বিক্রয়মূল্যটা অনেক কম। বর্ডার ক্রস করে বাংলাদেশে চা আসছে। এটার একটা প্রভাব পড়ছে।'

যদিও চা প্যাকেটিয়ার্সরা বলছেন করোনার পর থেকে চা পানের ট্রেন্ড পরিবর্তন এবং দুধ-চিনির দাম বাড়ায় ভোক্তারা এখন লিকার চা বেশি পান করছেন। ফলে অভ্যন্তরীন চাহিদা কমায় কমেছে চায়ের দাম ও বিক্রি। তবে নিলামে নিম্নমানের চায়ের সরবরাহ বেশি হওয়ায় দাম পড়তির দিকে বলে মত ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের।

সূত্র চা বোর্ড

ড্যানিশ ফুডস লিমিটেডের চা প্রকল্পের মহা-ব্যবস্থাপক খাদেম মোহাম্মদ সায়েম বলেন, 'আগে ৫ টাকা দিয়ে এক কাপ চা বিক্রি হতো। এখন ৮ থেকে ১০ টাকার কমে চা পাওয়া যায় না। চিনি, কনডেন্স মিল্ক ও দুধের দাম নি:সন্দেহে একটা বিষয়।'

টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, 'চায়ের উপর বিরুপ প্রভাব পড়ছে। চা বিক্রি হচ্ছে না। এখন চায়ের কোয়ালিটিও খারাপ, দামও কম।'

এক্ষেত্রে রপ্তানির বাজারে টিকে থাকতে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি এবং চায়ের গুনগত মান বাড়ানোর তাগিদ তাদের।

এক সময় মোট উৎপাদনের ২০ থেকে ৩০ শতাংশ চা রপ্তানি হতো। ২০০২ সালেও প্রায় ১ কোটি ৩০ লাখ কেজি রপ্তানি হয়।

শিরোনাম
ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানো স্থগিত চেয়ে রিট খারিজ: হাইকোর্ট; শপথ নিতে বাধা নেই
ইশারক হোসেনকে আদালতের আদেশের প্রেক্ষিতে সরকার শপথের আয়োজন করবে, না করলে আদালত অবমাননা হবে: ইশরাকের আইনজীবী
ইশরাককে শপথ না পড়াতে রিট খারিজের বিরুদ্ধে আপিল শনিবার, নতুন কিছু যুক্তি উপস্থাপন করা হবে: রিটকারীর আইনজীবী
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের খবর না আশা পর্যন্ত লড়াই চলবে, ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাক হোসেনের
সাম্য হত্যার দ্রুত বিচার না হলে যমুনা ব্লকেডের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির
বিভাজনমূলক বক্তব্য দেয়ায় উপদেষ্টা মাহফুজ আলমের দুঃখপ্রকাশ
শিক্ষকদের দাবির মুখে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ
দুর্নীতির মামলায় সাজা বাতিল চেয়ে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিলের পরবর্তী শুনানি সোমবার
অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন
অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম
৫ আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ: আইএসপিআর
অবৈধভাবে ভারতে অবস্থান করা ২ হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত ভারত, বাংলাদেশকে অবৈধ নাগরিকদের চিহ্নিতকরণের বিষয়টি শিগগিরই সেরে ফেলতে বলা হয়েছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইহুদিদের জাদুঘরের সামনে বন্দুকধারীর গুলিতে ইসরাইলি দূতাবাসের ২ কর্মকর্তা নিহত
আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করার বিষয়ে পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
কাতারের দেয়া বিলাসবহুল বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, যা মার্কিন প্রেসিডেন্টের বিমান বহরে যুক্ত হবে
ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, হতাহতের খবর পাওয়া যায়নি
ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যাম হটস্পার
ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানো স্থগিত চেয়ে রিট খারিজ: হাইকোর্ট; শপথ নিতে বাধা নেই
ইশারক হোসেনকে আদালতের আদেশের প্রেক্ষিতে সরকার শপথের আয়োজন করবে, না করলে আদালত অবমাননা হবে: ইশরাকের আইনজীবী
ইশরাককে শপথ না পড়াতে রিট খারিজের বিরুদ্ধে আপিল শনিবার, নতুন কিছু যুক্তি উপস্থাপন করা হবে: রিটকারীর আইনজীবী
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের খবর না আশা পর্যন্ত লড়াই চলবে, ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাক হোসেনের
সাম্য হত্যার দ্রুত বিচার না হলে যমুনা ব্লকেডের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির
বিভাজনমূলক বক্তব্য দেয়ায় উপদেষ্টা মাহফুজ আলমের দুঃখপ্রকাশ
শিক্ষকদের দাবির মুখে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ
দুর্নীতির মামলায় সাজা বাতিল চেয়ে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিলের পরবর্তী শুনানি সোমবার
অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন
অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম
৫ আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ: আইএসপিআর
অবৈধভাবে ভারতে অবস্থান করা ২ হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত ভারত, বাংলাদেশকে অবৈধ নাগরিকদের চিহ্নিতকরণের বিষয়টি শিগগিরই সেরে ফেলতে বলা হয়েছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইহুদিদের জাদুঘরের সামনে বন্দুকধারীর গুলিতে ইসরাইলি দূতাবাসের ২ কর্মকর্তা নিহত
আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করার বিষয়ে পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
কাতারের দেয়া বিলাসবহুল বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, যা মার্কিন প্রেসিডেন্টের বিমান বহরে যুক্ত হবে
ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, হতাহতের খবর পাওয়া যায়নি
ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যাম হটস্পার