তিনি বলেন, ‘১০টি ব্যাংক থেকে বহুমূল্য নিলাম পদ্ধতির অধীনে ১০৭ মিলিয়ন (১০ কোটি ৭০ লাখ) ডলার নেয়া হয়েছে। নিলামে ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৮০ পয়সা।’
এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২০৮ কোটি ৮০ লাখ বা ২.০৮ বিলিয়ন ডলার।
আরও পড়ুন:
সবশেষ গত সোমবার (৬ অক্টোবর) ৮টি ব্যাংক থেকে মোট ১০ কোটি ৪০ লাখ ডলার (১০৪ মিলিয়ন ডলার) কেনা হয়। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১.৭৮ থেকে ১২১.৮০ টাকা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে মোট ২০৮ কোটি ৮০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। ওই প্রক্রিয়ার অংশ হিসেবেই এখন পর্যন্ত এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়েছে।





