ভবিষ্যতে কর অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেয়া হবে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান | ছবি: সংগৃহীত
0

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ভবিষ্যতে কর ছাড় বা অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেয়া হবে।

আজ (বুধবার, ৮ অক্টোবর) আগারগাঁও রাজস্ব ভবনে আয়োজিত মিট দ্যা বিজনেসের দ্বিতীয় অংশীজন সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা যাবে না। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই কর আদায় করা হচ্ছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ব্যবসার পরিবেশ সুষ্ঠু আছে কি-না তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীরা কর ফাঁকি দিচ্ছে কি-না তাও দেখা এনবিআরের কাজ।’

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘যে কারো সঙ্গে অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিভিন্ন অনিয়মকারী কর্মকর্তাদের বিরুদ্ধে এরই মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সেজু