২০২৪-২৫ অর্থ বছরের বাজেট সরকারের দেশের ভিতর ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬০ হাজার কোটি টাকা। এরমধ্যে ব্যাংক থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। আর ব্যাংক খাতের বাহিরে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৪০০ কোটি টাকা।
২০২৫ অর্থবছরে সরকার ব্যাংক থেকে জাতীয় সঞ্চয় স্কীম, বন্ড ও ট্রেজারি বিলে বেশি ঋণ নিতে দেখা গেছে। এরমধ্যে চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সরকার ব্যাংক খাতের বাহিরে ঋণ নিয়েছে ১৯ হাজার ৮৯৮ কোটি টাকা। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯০ শতাংশের বেশি।
এসময় সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১৪ কোটি টাকা । বিগত বছরগুলোতে টাকা ছাপিয়ে বাংলাদেশ ব্যাংক ঋণ দেয়ায় মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে থাকে।
পরে এ হার নিয়ন্ত্রণে সরকার বেসরকারি ব্যাংক ও অন্যান্য মাধ্যমে ঋণ নেয়া শুরু করে।