ব্যাংকপাড়া
অর্থনীতি
0

দ্রুত সময়ে তারল্য সংকট দূর হবে বলে মনে করছেন গভর্নর

স্বল্প সময়ের মধ্যে তারল্য সমস্যার সমাধান হবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনা সংকট নিরসনের পাশাপাশি দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে সাক্ষাত শেষে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের কাছে এসব কথা জানান।

তারল্য সংকট সমাধানে গভর্নরের বক্তব্য নিয়ে তিনি বলেন, ‘দুর্বল ব্যাংকগুলোকে নিজেদের ব্যবস্থাপনার দুর্বলতা ও দ্রুত সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন গভর্নর। ব্যাংকিং আইন মেনে আমাদের যতটুকু দেয়া যায় ঠিক ততটুকু তারল্য সহায়তা প্রয়োজন। তারল্য সহায়তা করা নিয়মের মধ্যেই আছে। কেন্দ্রীয় ব্যাংক সহায়তা করলে ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্যা সমাধান হবে।’

এছাড়া তিনি বলেছেন, দুর্বল বা সবল আলাদা করে নয়, বরং এটিকে পুরো আর্থিক খাতের সমস্যা হিসেবে বিবেচনায় নিতে হবে। এখানে সবার সহায়তা প্রয়োজন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘ব্যাংকগুলাতে যার যে সমস্যা রয়েছে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির খাতিরে যতটুকু সাহায্য সহযোগিতা দরকার সেটা উনারা করবে। কিছু কিছু ব্যাংকে এই মুহূর্তে ক্যাশ পাওয়ার সমস্যা আছে সেই সমস্যা সমাধান করার পথটা উনি বের করছেন এবং এই বিষয়ে ওয়াকিবহাল আছেন। এবং অত্যন্ত তাড়াতাড়িও করবে।’

তিনি বলেন, 'একটা ব্যাংকের ডিফল্ট লোনে সমস্যা হয়, ক্যাশের একটা সমস্যা হয়। অন্য ব্যাংকের যে সমস্যা থাকে, আমাদের ন্যাশনাল ব্যাংকেরও একই সমস্যা। আমাদের ব্যাংকের ঋণের টাকা উদ্ধার করা হবে। আদালতে যাবো এবং আইনগত ব্যবস্থা নেবো।'