সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, 'দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।'
এছাড়া চলতি অর্থবছরের বাজেট কাট-ছাঁট হতে পারে বলেও আভাস দেন উপদেষ্টা। বলেন, 'চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে।'
আরও বলেন, 'কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি।'
ড. সালেহ উদ্দিন বলেন, 'জিডিপির বাস্তব সংখ্যা কত বা এর বৃদ্ধিতে পরিসংখ্যান জানার কাজ চলছে। খুব শিগগিরই প্রকাশ করা হবে চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা।'
এছাড়াও বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।