ব্যাংকপাড়া
অর্থনীতি
0

প্রশাসক নিয়োগের মাধ্যমে নগদের পুরো মালিকানা পেলো ডাক বিভাগ: গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, প্রশাসক নিয়োগ দেয়ার মধ্যদিয়ে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস 'নগদ' এর পুরো মালিকানা বুঝে পেলো সরকারের ডাক বিভাগ। একইসঙ্গে তিনি জানান, আগের পরিচালকদের কোনো মালিকানা বা শেয়ার থাকছে না এই নিয়োগের পর।

আজ (বৃহস্পতিবার, ২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান হিসেবে নগদকে অধিগ্রহণ করা হয়েছে। সরকার পরে এর শেয়ার বিক্রি করবে। আগে যারা পরিচালন করছে তাদের কোনো মালিকানা বা শেয়ার নেই।’

এর আগে গতকাল নগদের প্রশাসক হিসেবে চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারসহ প্রশাসকের সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য ৬ কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়। আগামী এক বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে তাদের। গতকাল রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে চট্টগ্রাম অফিস থেকে প্রধান কার্যালয়ে বদলিপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো।

এছাড়া প্রশাসকের সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য ৬ কর্মকর্তাকে 'নগদ'-এ নিয়োগ দেয়া হয়েছে।

তারা হলেন অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ্, যুগ্ম পরিচালক পলাশ মন্ডল, যুগ্ম পরিচালক (আইসিটি) আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপ পরিচালক (আইসিটি) চয়ন বিশ্বাস এবং উপ পরিচালক মো. আইয়ুব খান।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর