ব্যাংকপাড়া
অর্থনীতি
0

ইসলামী ব্যাংকের আন্দোলনরত কর্মীর উপর দুর্বৃত্তদের গুলি, আহত ৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে উর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আজ (রোববার, ১১ আগস্ট) ব্যাংকটির সামনে অবস্থান নেয় আন্দোলনরত কর্মীরা। এসময় দুর্বৃত্তরা তাদের উপর গুলি চালায়। এতে আহত হন পাঁচজন।

গত ৬ জুলাই থেকে ইসলামী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের জন্য আন্দোলন শুরু করেন সুবিধাবঞ্চিত কর্মীরা। এতে ২০১৬ সাল থেকে যাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে তাদেরকেও ফিরে আসতে বলা হয়।

ধারাবাহিকভাবে রোববারও আন্দোলন শুরু করেন তারা। এর কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত হঠাৎ করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। আর এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পরে সবাইকে হাসপাতালে নেয়া হয়। যাদের অবস্থা গুরুতর জানানো হয়েছে। এরপর সেনাবাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর