ব্যাংকপাড়া
অর্থনীতি
বিনিময় হার ১১৭ টাকা ধরে কেন্দ্রীয় ব্যাংকের ক্রলিং পেগ চালু
ক্রলিং পেগ চালু করলো বাংলাদেশ ব্যাংক। মধ্যবর্তী বিনিময় হার ধরা হয়েছে ১১৭ টাকা। এতে ব্যাংকগুলো ১১৭ টাকা মার্জিনে ডলার ক্রয়-বিক্রয় করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি'র বৈঠকে আজ (বুধবার, ৮ মে) এ সিদ্ধান্ত হয়। আইএমএফ'র বৈদেশিক মুদ্রা বিনিময়ে বাজারভিত্তিক করার পরামর্শে তড়িঘড়ি করে সংস্থাটি'র সফরের শেষদিনে এসে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

মূলত ক্রলিং পেগ হলো দেশিয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের পদ্ধতি। কোনো দেশের মুদ্রার অবমূল্যায়ন প্রকট আকার ধারণ করলে ক্রলিং পেগ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার মান নির্ণয় করা হয়।

এ পদ্ধতিতে ডলারের একটি সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয়া হয়। এই ক্রলিং পেগের কারণে বৈদেশিক মুদ্রার মান একবারে যেমন খুব বেশি বাড়তে পারবে না, তেমনি আবার কমতেও পারবে না।

সংশ্লিষ্টরা বলছেন, এটি মূলত অস্থিতিশীল মুদ্রাবাজারে সমতা আনতে আপদকালীন পদ্ধতি হিসেবে এটিকে ব্যবহার করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডলারের ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে এই ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট চালু করা হলো। যার ফলে প্রতি ডলারের দাম ক্রলিং পেগ মিড রেট (সিপিএমআর) ধরা হয়েছে ১১৭ টাকা।

এই সিদ্ধান্তের ফলে এখন থেকে তফসিলি ব্যাংকগুলো গ্রাহকের কাছে এবং আন্তঃব্যাংক চুক্তিতে সিপিএমআরের আশপাশের রেটে ডলার ক্রয় ও বিক্রয় করতে পারবে।

আসু