আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ডিআইটিএফ-২০২৬ আয়োজন বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
এ সময় ইপিবি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান ও ইপিবির মহাপরিচালক বেবি রাণী কর্মকার উপস্থিত ছিলেন।
বাণিজ্য মেলায় পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ
সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব বলেন, এবারের মেলায় সম্পূর্ণভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। কেউ পলিথিন ব্যাগ ব্যবহার করলে সংশ্লিষ্ট স্টল বা প্যাভিলিয়ন কোনো ধরনের পুরস্কারের জন্য বিবেচিত হবে না। দর্শনার্থীদের জন্য বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহ করা হবে। যা জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে স্বল্পমূল্যে বিক্রি করা হবে।
বাণিজ্য মেলা ২০২৬ স্টল সংখ্যা ও আন্তর্জাতিক অংশগ্রহণ
তিনি বলেন, এ বছর বাণিজ্য মেলায় মোট ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। এর মধ্যে ১১টি বিদেশি স্টল ও প্যাভিলিয়নের অংশগ্রহণ থাকায় মেলাটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবেই বিবেচিত হবে।
এবারের বাণিজ্য মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ই-টিকিটিং (অন-স্পট টিকিট ক্রয় ব্যবস্থার পাশাপাশি অনলাইনে টিকিট ক্রয়পূর্বক কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ) এর ব্যবস্থা করা হয়েছে।
২০২৬ বাণিজ্য মেলায় যাতায়াত সুবিধা ও বিশেষ উদ্যোগ
এছাড়াও ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস।এ বছর প্রথমবারের মতো মেলায় চালু হচ্ছে ‘এক্সপোর্ট এনক্লেভ’, যেখানে ‘বেস্ট অব বাংলাদেশ’ শিরোনামে চামড়া ও জুতা, লাইট ইঞ্জিনিয়ারিংসহ ৭টি রপ্তানিমুখী খাতের সেরা পণ্য প্রদর্শন করা হবে উল্লেখ করে বাণিজ্য সচিব বলেন বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্মৃতি ও চেতনা: বাংলাদেশ স্কয়ার
বাণিজ্য সচিব বলেন, এবারের বাণিজ্য মেলায় ৫২ এর ভাষা আন্দোলন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্থিরচিত্র প্রদর্শনের জন্য বাংলাদেশ স্কয়ার নির্মাণ করা হয়েছে। এছাড়াও মেলায় খাতভিত্তিক সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করা হবে। যেখানে বাংলাদেশের পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স তুলে ধরা হবে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (DITF) ২০২৬ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-FAQ
প্রশ্ন: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ কবে শুরু হবে?
উত্তর: ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে।
প্রশ্ন: এবারের বাণিজ্য মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: মেলাটি পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (BBCFEC) অনুষ্ঠিত হবে।
প্রশ্ন: বাণিজ্য মেলা ২০২৬-এর উদ্বোধন করবেন কে?
উত্তর: মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রশ্ন: বাণিজ্য মেলার প্রতিদিনের সময়সূচি কী?
উত্তর: মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে (ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত হতে পারে)।
প্রশ্ন: বাণিজ্য মেলার প্রবেশ টিকিটের দাম কত?
উত্তর: (সাধারণত বড়দের জন্য ৫০ টাকা এবং ছোটদের জন্য ২৫ টাকা হয়ে থাকে, তবে এ বছর কর্তৃপক্ষ চূড়ান্ত দাম টিকিটের কাউন্টারে বা অনলাইনে জানিয়ে দেবে)।
প্রশ্ন: মেলায় প্রবেশের জন্য অনলাইনে টিকিট কাটার সুবিধা আছে কি?
উত্তর: হ্যাঁ, এবার ই-টিকিটিং বা অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা রয়েছে, যেখানে কিউআর (QR) কোড স্ক্যান করে দ্রুত প্রবেশ করা যাবে।
প্রশ্ন: মেলায় যাওয়ার জন্য বিশেষ বাস সার্ভিস আছে কি?
উত্তর: হ্যাঁ, দর্শনার্থীদের যাতায়াতের জন্য কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি (BRTC) ডেডিকেটেড বাস সার্ভিস চালু থাকবে।
প্রশ্ন: বিআরটিসি বাসের পাশাপাশি আর কী যাতায়াত সুবিধা আছে?
উত্তর: বিআরটিসির পাশাপাশি বিশেষ ছাড়ে (কনসেশনাল রেট) জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’ ‘উবার’ সার্ভিস ব্যবহার করা যাবে।
প্রশ্ন: এবারের মেলায় কি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে?
উত্তর: না, মেলায় সম্পূর্ণভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে।
প্রশ্ন: পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে দর্শনার্থীরা কী ব্যবহার করবেন?
উত্তর: বিকল্প হিসেবে মেলায় স্বল্পমূল্যে পাটের ব্যাগ বিক্রি করা হবে।
প্রশ্ন: মেলায় কতটি স্টল ও প্যাভিলিয়ন থাকছে?
উত্তর: এবারের বাণিজ্য মেলায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রশ্ন: বিদেশি কোনো দেশ কি এবারের মেলায় অংশগ্রহণ করছে?
উত্তর: হ্যাঁ, ভারত, পাকিস্তানসহ মোট ১১টি বিদেশি স্টল ও প্যাভিলিয়ন এবারের মেলায় অংশ নিচ্ছে।
প্রশ্ন: ‘এক্সপোর্ট এনক্লেভ’ কী?
উত্তর: এটি মেলার একটি বিশেষ জোন যেখানে চামড়া, জুতা ও লাইট ইঞ্জিনিয়ারিংসহ ৭টি প্রধান রপ্তানিমুখী খাতের সেরা পণ্য প্রদর্শন করা হবে।
প্রশ্ন: ‘বাংলাদেশ স্কয়ার’ কেন তৈরি করা হয়েছে?
উত্তর: ১৯৫২-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্থিরচিত্র প্রদর্শনের জন্য এটি নির্মাণ করা হয়েছে।
প্রশ্ন: মেলাটি কত দিন চলবে?
উত্তর: ১ জানুয়ারি থেকে শুরু হয়ে মেলাটি পুরো মাসব্যাপী অর্থাৎ ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।





