ফ্যাশন সচেতন নারী-পুরুষের সৌন্দর্যের মুগ্ধতা ধরে রাখতে প্রসাধনী ব্যবহার এখন হালের ফ্যাশন। আর উৎসব-অনুষ্ঠানে এসবের চাহিদা বাড়ায় পসরা সাজিয়ে প্রস্তুত থাকেন প্রসাধনী ব্যবসায়ীরাও।
রমজানের শুরুতেই রাজধানীর কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে ঈদ উপলক্ষে দোকান সাজিয়ে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। ঈদে প্রসাধনী সামগ্রীর মধ্যে পুরুষদের প্রাধান্য ফেস ওয়াশ, বডি স্প্রে, বডি লোশন, শাওয়ার জেল আফটার শেভসহ বেশকিছু পণ্য।
তবে উৎসব ঘিরে নারীদের সব ধরনের প্রসাধনী সামগ্রীর চাহিদা রয়েছে। কালার কসমেটিকসের মধ্যে ফাউন্ডেশন, ব্লাশ, হাইলাইটার, আইলাইনার, মাসকারা, লিপস্টিকসহ পোশাকের রঙে মিলিয়ে বিভিন্ন প্রসাধনী ব্যবহারে প্রাধান্য রয়েছে। তবে, অন্যান্য কেনাকাটা শেষে মধ্য রমজানের পর প্রসাধনী কেনাকাটা শুরু করবেন বলে জানিয়েছেন ক্রেতারা।
এদিকে, বিক্রেতারা দোকান সাজিয়ে অপেক্ষায় রয়েছে ক্রেতা সমাগমের। তাদের দাবি, অন্য বছরে রমজানের শুরুতে ঈদের টুকিটাকি কেনাকাটা শুরু হলেও বছরের চিত্র ভিন্ন।
অনেকেই বিক্রেতাই বলছেন, মধ্য রমজানের পর জমতে পারে প্রসাধনী সামগ্রী বেচা বিক্রি। তবে ঈদ উৎসবে অনেক ব্রান্ড কোম্পানি দিয়ে থাকেন মূল্যছাড়।
এ খাত নিয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের গবেষণার তথ্য বলছে, দেশে প্রায় ৩৪ হাজার কোটি টাকার প্রসাধনীর বাজার রয়েছে।