মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা প্রায় শতাধিক স্টল দিয়ে অংশ নিয়েছেন। এতে রয়েছে গৃহস্থালি পণ্য সহ বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী, খাবারের দোকান এবং শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, ট্রেনসহ বিভিন্ন রাইড।
শুরুতেই ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলাটি উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার চৌধুরী আহমেদ মঞ্জুরুল পাভেলের সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ড.ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ।