আজ (সোমবার, ৮ ডিসেম্বর) আগারগাঁও রাজস্ব ভবনে ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, 'জুলাই থেকে নভেম্বর পর্যন্ত যে রাজস্ব ঘাটতি হয়েছে, তা আগামী ছয় মাসে তুলে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে এনবিআর।'
রাজস্ব ছাড়কে বৈষম্য মন্তব্য করে তিনি বলেন, 'বিভিন্ন খাতে প্রয়োজনে ছাড় দেয়া হলেও তা কমিয়ে আনা হবে, তবে ব্যবসায়ী ও সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।'
ডলারের দাম স্থিতিশীল হলেও বিগত সরকারের আমলে দাম বাড়ায় ব্যবসা খাতে এখনো প্রভাব রয়ে গেছে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান।