কর ছাড় দেয়ায় রাজস্ব আহরণ কমে এসেছে: এনবিআর চেয়ারম্যান
নিত্যপ্রয়োজনীয় পণ্যে ব্যাপকভাবে কর ছাড় দেয়ায় রাজস্ব আহরণ কমে এসেছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কর আরোপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।