সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় থাকা ৮০ হাজারের বেশি রেমিট্যান্স যোদ্ধার ভাগ্য ঝুলে আছে পাসপোর্টের উপর। কারণ ৬ মাস আগে নবায়ন করতে দেয়া এমআরপি পাসপোর্ট এখনও বুঝে পায়নি তারা। আর এটি না পেলে মিলবে না কাজের বৈধতাও। অবৈধ তকমা দিয়ে সৌদি সরকার তাদের দেশে পাঠিয়ে দেয়ারও ঝুঁকি বাড়ছে। উপায় না পেয়ে দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্রে গিয়ে ক্ষোভ ঝাড়লেন রেমিট্যান্স যোদ্ধারা।
এমআরপি পাসপোর্ট না দিয়ে, নতুন করে ই-পাসপোর্টের আবেদন করার সিদ্ধান্ত নিয়ে পাসপোর্ট অধিদপ্তর প্রবাসীদের আরও বেশি বেকায়দায় ফেলেছে বলে অভিযোগ উঠেছে। কারণ এতে অনেকেরই আগের পাসপোর্টের সঙ্গে ই পাসপোর্টের তথ্যের মিল খুঁজে পাওয়া যাবে না। আর এই কারণেও পাসপোর্ট পেলেও পাওয়া যাবে না কাজের বৈধতা। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
প্রবাসীদের একজন বলেন, ‘৬ মাস হয়ে যাচ্ছে এখনো হাতে পেলাম না। কীভাবে দেশে যাবো আমরা।’
আরেকজন বলেন, ‘অন্যদেশের মানুষের পাসর্পোটের তো কোনো সমস্যা নেই তাহলে আমাদের দেশের মানুষের কেন সমস্যা হয়।’
তবে সমস্যা সমাধানে দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছে দূতাবাস।
সৌদি আরবের জেদ্দার কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির বলেন, ‘যত দ্রুত সম্ভব পাসপোর্ট আমরা দিয়ে দিবো।’
এরমধ্যেই পাসপোর্ট নবায়নের জন্য আরও ৬০-৭০ হাজার প্রবাসী অপেক্ষা করছেন। সমস্যা সমাধানে, প্রবাসীদের হাতে থাকা পুরাতন পাসপোর্টের তথ্য দিয়েই ই-পাসপোর্টের আবেদন গ্রহণের দাবি তাদের। পাসপোর্ট জটিলতা নিরসনে ব্যর্থ হলে রেমিট্যান্স প্রবাহে ভাটা পড়ার শঙ্কাও বাড়ছে।