নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

0

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘নানা প্রতিবন্ধকতায়ও টিসিবির কার্যক্রম চালু আছে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার।’

ঢাকা মহানগরের দক্ষিণ সিটির রাজারবাগে টিসিবির বিক্রয়কেন্দ্র পরিদর্শন শেষে আজ (শুক্রবার, ২ আগস্ট) তিনি এ কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘পণ্যের সরবরাহ বাড়ানো হবে, পণ্যের গায়ে দর-দাম দেখে পণ্য কেনার আহ্বান।’

সবশেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজারে পর্যাপ্ত পরিমাণ চাল আছে।’ পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন আছে বলেও জানান তিনি।

ইএ