অর্থনীতি
3

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘নানা প্রতিবন্ধকতায়ও টিসিবির কার্যক্রম চালু আছে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার।’

ঢাকা মহানগরের দক্ষিণ সিটির রাজারবাগে টিসিবির বিক্রয়কেন্দ্র পরিদর্শন শেষে আজ (শুক্রবার, ২ আগস্ট) তিনি এ কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘পণ্যের সরবরাহ বাড়ানো হবে, পণ্যের গায়ে দর-দাম দেখে পণ্য কেনার আহ্বান।’

সবশেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজারে পর্যাপ্ত পরিমাণ চাল আছে।’ পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন আছে বলেও জানান তিনি।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর