অর্থনীতি
0

ম্যানুয়াল পদ্ধতিতে টিসিবির পণ্য দেয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

গত কয়েকদিনে বাজার ব্যবস্থা ও পণ্য পরিবহনে সাময়িক অসুবিধা হলেও নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ জুলাই) দুপুরে কারওয়ান বাজারের সার্বিক পরিস্থিতি পরিদর্শন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু জানান, পাইকারি বাজার থেকে খুচরা বাজারে সরবরাহ চেইন সচল রয়েছে এবং ম্যানুয়াল পদ্ধতিতে টিসিবির পণ্য দেয়া হবে।

নিত্যদিনকার সবজি, মাছ-মুরগি কিংবা মুদিপণ্য; সব কিছুর সরবরাহেই পড়েছে কারফিউয়ের নেতিবাচক প্রভাব। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে গেল কয়েকদিন ভিড়তে পারেনি পণ্যবাহী ট্রাক।

এমন বাস্তবতায় সরবরাহ কমের অজুহাতে বেড়ে যায় আলু-পটল থেকে শুরু করে পেঁয়াজ, কাঁচামরিচসহ বিভিন্ন পণ্যের দাম।

চলমান পরিস্থিতি মোকাবিলা করে বাজার ব্যবস্থা কেমন চলছে? তা পরিদর্শনে কারওয়ান বাজারে যান বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় বাজারে বিভিন্ন পণ্যের আড়ত ও দোকান ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, 'সহিংসতা করে বাজারে পণ্য পরিবহনে সাময়িক প্রতিবন্ধকতা তৈরি করা হলেও পর্যাপ্ত পণ্যের মজুত রয়েছে। পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম বৃদ্ধির বিষয়টি আপেক্ষিক।'

কারওয়ান বাজারের পর প্রতিমন্ত্রী মোহাম্মদপুর কৃষি মার্কেটে চালের আড়ত পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী বলেন, 'কারফিউয়ের মধ্যেও বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে চাল। কোনো অবস্থাতেই চালের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।

এদিকে ইন্টারনেট সেবা বিঘ্নিত হলেও ম্যানুয়াল পদ্ধতিতে ভোক্তারা টিসিবির পণ্য নিতে পারবেন বলেও আশ্বস্ত করেন তিনি।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর