গরিবের চালের খরচ বেড়েছে, বাড়েনি কর্মসংস্থান: সিপিডি

অর্থনীতি
0

দেশে নিত্যপণ্যের দাম এতটাই বেড়েছে যে, তা নিম্ন আয়ের মানুষের কাছে বিলাসবহুল বলে মনে হচ্ছে। বিশেষ করে গরিবের চালের খরচ বেড়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, প্রবৃদ্ধি যত ইতিবাচক, ততই নেতিবাচক কর্মসংস্থানের হার। দেশের অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে সিপিডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ (রোববার, ২ জুন) এসব কথা জানায় সংস্থাটি।

আয়ের চেয়ে ব্যয় কমলে, তা সামাল দিতে কম মূল্যের পণ্যের দিকে ঝোঁকে সাধারণ মানুষ। এতে এ ধরনের পণ্যের চাহিদা বাড়তে থাকে বাজারে। এছাড়া ব্যয় সংকোচনে কম মূল্যে পরিমাণ মতো বেশি পাওয়া যাবে এমন পণ্যেই বাড়ে ঝোঁক। কিন্তু মূল্যস্ফীতির পুশ পুল খেলায় সে বাজারও এখন অস্বস্তির।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, মূল্যস্ফীতি ১০ শতাংশ, তবে মোটা চালের দর বেড়েছে ৩০ শতাংশ, মিনিকেট ১৭ শতাংশ আর পাইজাম ১৫ শতাংশ।

চালের দাম বৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরে সিপিডি জানিয়েছে, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৯ মে পর্যন্ত মোটা চালের গড় দাম কেজিপ্রতি ৪০ টাকা থেকে বেড়ে ৫২ টাকায় দাঁড়িয়েছে। 'মিনিকেট' চালের দাম কেজিতে ৫৮ টাকা থেকে ১৭ শতাংশ বেড়ে ৬৮ টাকা হয়েছে। পাইজাম চালের গড় দাম কেজিতে ১৫ শতাংশ বেড়ে ৫৫ টাকা হয়েছে। সংস্থাটি বলছে, রাজধানীতে সাধারণ তিন ধরনের চালের দাম ধারাবাহিকভাবে থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের তুলনায় বেশি। আর তার প্রভাব পড়েছে নিম্নআয়ের মানুষের ওপর।

একইভাবে মসুর ডালের দাম বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। গরুর মাংসের কেজি, চিনি আর ভোজ্যতেলের মূল্য বিশ্ববাজারের চেয়ে বেশি বাংলাদেশে। এমন পরিস্থিতি সামাল দিতে মুদ্রানীতিতে মূল্যস্ফীতিকে গুরুত্ব দেয়া হলেও তা ফলপ্রসূ হচ্ছে না।

সিপিডি বলছে, ঋণের সুদহার ও বিনিময় হার বাড়ানো হলেও তা কার্যকর হচ্ছে শুধু বেসরকারি খাতে। ফলে মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় না থাকলে আগামী বছরও আশানুরূপ কমার সম্ভাবনা নেই মূল্যস্ফীতির। চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রতিবেদন তুলে ধরে বিভিন্ন পরামর্শ দিয়েছে সংস্থাটি।

২০২৩-২৪ অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে সংস্থাটি জানায়, অর্থনৈতিক পরিকল্পনা, নীতি ও কঠোরতা সরকারি বেসরকারি সবার জন্যই সমান হতে হবে।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'ডলারের মূল্য বৃদ্ধির মধ্যেও যদি সরকারের আমদানি করার প্রবণতা অব্যাহত থাকে, উচ্চ সুদে বৃহৎ আকারের প্রকল্প নেয়ার প্রবণতা এবং একইসঙ্গে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় অব্যাহত রাখার প্রবণতা থাকে তালে এ দুর্ভোগ সরকারের মধ্যে যারা আছে তারা টের পাবে না। এটা টের পাবে আসলে জনগণ। আমাদের কাছে মনে হয়, সরকারের উচিত হবে আইএমএফ এর সঙ্গে সংস্কারের ক্ষেত্রে যে কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে, এটা যেন সরকার কোনোভাবে দুর্বলতা হিসেবে বিবেচনা না করে।'

সরকারি ব্যয় কমানোর পরিকল্পনা ইতিবাচক উল্লেখ করে সিপিডির প্রতিবেদনে বলা হয়, বিদেশি ঋণের সুদ ও অবকাঠামোগত ঋণ পরিশোধে ও ডিভিডেন্ড পরিশোধে চাপ সামাল দিতে অন্তত ৬০ শতাংশ রাজস্ব আদায় করতে হবে, যা সক্ষমতার তুলনায় অনেকটাই অবাস্তব। তবে কর আদায়, কর ছাড় ও প্রণোদনার ক্ষেত্রেও ন্যায্যতা রাখতে হবে।

সিপিডির রিসার্চ ফেলো মুনতাসির কামাল বলেন, 'যদি আমি রাজস্বের মাধ্যমে আয় না করতে পারি, সেক্ষেত্রে আমাকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হচ্ছে। দেখা যাচ্ছে যে, আমাকে টাকার একটা বড় অঙ্ক আয় করে সেটাকে বিদেশি মুদ্রায় রুপান্তর করে তারপর ঋণ শোধ করতে হয়। সেক্ষেত্রে পরে এক্সটার্নাল ডেট আসার বড় রকমের সম্ভাবনা আছে।'

সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা চলমান রাখতে হবে আসছে বছরেও। বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে সহায়তার পরিধি।

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'বেশ কিছু খাতকে সরকার কর অব্যাহতি দিয়েছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে সে খাতগুলোতে কর অব্যাহতি না দিলেও তারা আসলে তাদের কমপিটিটর বেসকে ধরে রাখতে পারবে।'

সিপিডির মতে বিদেশি বিনিয়োগ যতটা বৃদ্ধির লক্ষ্য ছিলে, তা পূরণে সংশ্লিষ্ট দপ্তরদের আরও বেশি সক্রিয় হতে হবে। স্বাস্থ্য শিক্ষার বাজেট ব্যবহারে সক্ষমতা বাড়ানো প্রয়োজন মন্ত্রণালয়ের। পাশাপাশি এই মুহূর্তে নতুন অর্থনীতির পরিসংখ্যান, বাজার, গবেষণা ও প্রক্ষেপণ মূল্যায়ন আমলে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ গবেষণা সংস্থাটির।

এসএস

শিরোনাম
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে নগরবাসী; কমলাপুর রেল স্টেশনে-বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়
ঘরমুখো মানুষের ঈদযাত্রায় চাপ বেড়েছে মহাসড়কেও, কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজট, ধীর গতিতে চলছে যানবাহন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহনের ধীরগতি
জাতীয় ঈদ্গাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতে অংশ নিবেন প্রধান উপদেষ্টা; বিকেলে নিজ কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেয়ায় ঈদযাত্রায় দুর্ভোগ কম হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঈদে ফাঁকা ঢাকায় নাশকতার কোনো সুযোগ নেই, কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, নাশকতার চেষ্টা করলে জনগণ নিয়ে প্রতিহত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে, সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করায় ঈদযাত্রা স্বাচ্ছন্দ্য হচ্ছে: উপদেষ্টা ফাওজুল কবির খান
জাতীয় ঈদগাহ ময়দানে পুলিশের পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার; কোনো প্রকার ব্যাগ, ধারালো যন্ত্র ও দাহ্য সাথে নিয়ে না আসার আনুরোধ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধশত গ্রাম, পটুয়াখালীর ২২ গ্রাম, শরীয়তপুরে ২০ গ্রাম, বরগুনায় ১৫ গ্রাম, পিরোজপুরে ১০ গ্রাম, মাদারীপুরে ১০ গ্রাম, ফরিদপুরে ১০ গ্রাম, কুড়িগ্রামে ৬ গ্রাম, নোয়াখালীতে ৪ গ্রাম, পাবনার সুজানগরে একটি গ্রাম ও সাতক্ষীরায় কয়েকটি গ্রামে ঈদ উদযাপন; মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় ঈদ জামাত অনুষ্ঠিত
পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজ আদায় করতে পারবেন লক্ষাধিক মুসল্লি, নামাজ আদায় শেষে সংসদ ভবন পর্যন্ত সম্মিলিত ঈদ মিছিল: ডিএনসিসি প্রশাসক
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে নগরবাসী; কমলাপুর রেল স্টেশনে-বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়
ঘরমুখো মানুষের ঈদযাত্রায় চাপ বেড়েছে মহাসড়কেও, কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজট, ধীর গতিতে চলছে যানবাহন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহনের ধীরগতি
জাতীয় ঈদ্গাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতে অংশ নিবেন প্রধান উপদেষ্টা; বিকেলে নিজ কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেয়ায় ঈদযাত্রায় দুর্ভোগ কম হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঈদে ফাঁকা ঢাকায় নাশকতার কোনো সুযোগ নেই, কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, নাশকতার চেষ্টা করলে জনগণ নিয়ে প্রতিহত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে, সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করায় ঈদযাত্রা স্বাচ্ছন্দ্য হচ্ছে: উপদেষ্টা ফাওজুল কবির খান
জাতীয় ঈদগাহ ময়দানে পুলিশের পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার; কোনো প্রকার ব্যাগ, ধারালো যন্ত্র ও দাহ্য সাথে নিয়ে না আসার আনুরোধ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধশত গ্রাম, পটুয়াখালীর ২২ গ্রাম, শরীয়তপুরে ২০ গ্রাম, বরগুনায় ১৫ গ্রাম, পিরোজপুরে ১০ গ্রাম, মাদারীপুরে ১০ গ্রাম, ফরিদপুরে ১০ গ্রাম, কুড়িগ্রামে ৬ গ্রাম, নোয়াখালীতে ৪ গ্রাম, পাবনার সুজানগরে একটি গ্রাম ও সাতক্ষীরায় কয়েকটি গ্রামে ঈদ উদযাপন; মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় ঈদ জামাত অনুষ্ঠিত
পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজ আদায় করতে পারবেন লক্ষাধিক মুসল্লি, নামাজ আদায় শেষে সংসদ ভবন পর্যন্ত সম্মিলিত ঈদ মিছিল: ডিএনসিসি প্রশাসক