অর্থনীতি
0

পেট্রোল-অকটেনে বাড়লো আড়াই টাকা, ডিজেল-কেরোসিনে ৭৫ পয়সা

বাড়ানো হলো সব ধরনের জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার (৩০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে কেরোসিন, ডিজেল, পেট্রোল ও অকটেনের নতুন দাম নির্ধারণ করা হয়।

ভোক্তা পর্যায়ে পেট্রোলের বর্তমান মূল্য লিটারপ্রতি ১২৪.৫০ টাকা। আড়াই টাকা বাড়িয়ে নতুন দাম করা হয়েছে ১২৭ টাকা। আর অকটেনের বর্তমান মূল্য লিটারপ্রতি ১২৮.৫০ টাকা। আড়াই টাকা বাড়িয়ে নতুন দাম করা হয়েছে ১৩১ টাকা।

এদিকে কেরোসিন ও ডিজেলের দাম লিটার প্রতি ৭৫ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। যা আগে ছিল ১০৭ টাকা।

আগামী ১ জুন থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করা হবে।

প্রজ্ঞাপনে ভারতের বাজারের সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের বাজারের তুলনা করা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয় চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি। সেখানে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহার করা হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

এসএস