অর্থনীতি
0

নয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাকিব আল হাসান

মাগুরায় একদিনের সফরে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্কুল ও রাস্তার উদ্বোধন করলেন সাকিব আল হাসান। সোমবার (১৩ মে) সকাল থেকে একের পর এক প্রতিষ্ঠান ও অবকাঠামো উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় এই বিশ্বসেরা ক্রিকেট তারকা ও জনপ্রতিনিধিকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে চলে সাকিবের গাড়ি বহর। খেলার মাঠের মতোই অদম্য তার গতি। সাকিব আল হাসান যেন উন্নয়নের নতুন রেকর্ড করতে ছুটেছেন গ্রাম থেকে গ্রামান্তরে। তাকে কাছে পেয়ে আবেগে উদ্বেলিত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।

স্থানীয় একজন বলেন, 'এর আগে টিভিতে দেখেছি ক্রিকেট খেলতে কখনো সরাসরি দেখা হয়নি। আজকে দেখলাম।'

সাকিব একদিনে উদ্বোধন করেন নয়টি উন্নয়ন প্রকল্প। যার মধ্যে রয়েছে ৪ কোটি ৮১ লাখ টাকার ৫টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, ৮ কোটি ৫৩ লাখ ৪১ হাজার টাকার তিনটি রাস্তা এবং ৩০ লাখ টাকা খরচে একটি কমিউনিটি ক্লিনিক।

একদিকে কোটি কোটি টাকার উন্নয়ন কাজের সুখবর, অন্যদিকে সাকিব আল হাসান এর মতো বিশ্বসেরা ক্রিকেটারকে কাছে পাওয়া ছিল মাগুরার মানুষের কাছে বাড়তি পাওনা। প্রধানমন্ত্রীর মাধ্যমে মাগুরার মানুষের জন্য এমন উন্নয়ন অব্যাহত রাখতে চান বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনেই কাজ করে যাচ্ছি।'

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, 'তিনি প্রায় ১৪ কোটি টাকার ৯ টি প্রকল্প ও ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।'

এলাকার উন্নয়ন ও স্বপ্ন বাস্তবায়নে সাকিব আল হাসানকে সব সময় কাছে পাওয়ার আশা স্থানীয়দের।

ইএ