অর্থনীতি
0

কাতার-বাংলাদেশ শুল্ক ও সমুদ্র বাণিজ্য চুক্তির খসড়ায় অনুমোদন

শুল্ক ও সমুদ্রে বাণিজ্যের বিষয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে চুক্তির খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে ডাবল ট্যাক্সের সমাধান হবে। দুই দেশের মধ্যে জাহাজে পণ্য আনা নেওয়ার সুযোগ-সুবিধা বাড়বে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ (সোমবার, ৮ এপ্রিল) তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে শুল্ক ও সমুদ্র বাণিজ্যসহ বেশ কিছু চুক্তির খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, বাংলাদেশ ও কাতারের শুল্ক বিভাগের সহযোগিতা বাড়াতে এই চুক্তি। এছাড়া নৌ মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী কাতারের সাথে সমুদ্র বাণিজ্যে আরও বেশি অংশীদারত্ব বাড়াতে চুক্তির চূড়ান্ত খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে প্রথমবারের মতো জাতীয় লজিস্টিক নীতি ২০২৪ এর অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের মাধ্যমে সাশ্রয়ে ও কম সময়ে বাণিজ্য সম্পন্ন করা সম্ভব হবে বলে জানান মো. মাহবুব হোসেন।

এদিনের সভায় ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২৪ এরও চূড়ান্ত খসড়ারও অনুমোদন পেয়েছে।

সভায় কিশোর গ্যাং মোকাবিলার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা যেন দীর্ঘমেয়াদে অপরাধে জড়িয়ে না পড়ে সেক্ষেত্রে প্রথাগতভাবে অপরাধী মোকাবিলার দৃষ্টিভঙ্গি থেকে কিশোর অপরাধীদের ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিতে বলেছেন তিনি।

সংশোধনের সুযোগ রেখে তাদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে যুক্ত হতে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কিশোর গ্যাং বা কিশোর অপরাধীদের যখন মোকাবিলা করা হয়, সে ক্ষেত্রে যেন মনে রাখা হয় তারা ভবিষ্যতের নাগরিক। প্রথাগত অন্য অপরাধীদের সঙ্গে যেন মিলিয়ে ফেলা না হয়। তাদের জন্য বিশেষ কাউন্সিলের ব্যবস্থা, কিছু প্রশিক্ষণের ব্যবস্থা রাখা—এ ধরনের সুযোগ-সুবিধাগুলোও যেন রাখা হয়।’

ইএ