আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও বিশ্বব্যাংকের আয়োজনে দক্ষিণ এশিয়ার কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে সেমিনারে উঠে আসে এ তথ্য।
গবেষণায় উঠে এসেছে, কর্মক্ষেত্রে বিগত বছরগুলোতে পুরুষ কর্মী কমার পাশাপাশি নারীর সংখ্যাও কমেছে। তৈরি পোশাক খাতের উপর থেকে নির্ভরতা কমিয়ে নতুন খাতে অর্থনীতি প্রবাহ নেয়ার তাগিদ দেন বক্তারা।
ভৌগোলিক অবস্থান, সম্পদ এবং জনসংখ্যার উপর ভর করে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। এই অঞ্চলের অনেক দেশেই জিডিপি প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বেড়েছে। তবে প্রবৃদ্ধির সফলতার মাঝেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব, কারণ এই অঞ্চলে প্রতি ৫ জনে ১ জন বেকার।
মুদ্রা বিনিময় হারের ওঠানামা, প্রাকৃতিক দুর্যোগ এবং সেবাখাতকে অবহেলা কর্মসংস্থান বৃদ্ধিতে বাধা হিসেবে কাজ করছে মনে করেন বিশ্লেষকরা।