বিদেশে এখন
অর্থনীতি
0

আইএমএফ থেকে ১১০ কোটি ডলার পাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে আরও ১১০ কোটি ডলার ঋণ সহায়তা পেতে যাচ্ছে পাকিস্তান। কর্মকর্তা পর্যায়ে পাক সরকার ও আইএমএফ’এর চুক্তি হয়েছে ঋণ সহায়তার বিষয়ে।

দেউলিয়া হওয়া থেকে রক্ষা পেতে দেশটিকে ৩শ’ কোটি ডলার দেয়ার চুক্তি হয়েছে আইএমএফ’এর সঙ্গে। যুক্তরাষ্ট্রভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান আইএমএফ বলছে, নির্বাহী বোর্ডের অনুমোদনের পর অর্থছাড় হবে গেলো বছর করা এই ঋণচুক্তির।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে নবনির্বাচিত সরকার প্রধান শেহবাজ শরীফের বৈঠকের পর এই সিদ্ধান্তে এসেছে আইএমএফ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, গেলো কয়েক মাসে পাকিস্তান নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করেছে। কিন্তু প্রবৃদ্ধি এখনও কম আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে। দক্ষিণ এশিয়ার দেশটিকে অর্থনৈতিক দুরাবস্থা থেকে উত্তরণে আরও পদক্ষেপ নিতে হবে। ৩৫ হাজার কোটি ডলারের অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে ঋণের জন্য মুখিয়ে আছে পাকিস্তান।

গত ২ বছর ধরে চরম অর্থনৈতিক দুরাবস্থায় আছে দেশটি। বর্তমানে দেশটির ঋণ ১৩ হাজার কোটি ডলার। রিজার্ভে আছে ৮শ’ কোটি ডলার, যা দিয়ে ৮ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।