কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিয়মে সুশাসন ফেরার আশা

0

স্বার্থের প্রয়োজনে নিয়ম না মেনেই ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে আসছিল ব্যাংকের পর্ষদ। সেক্ষেত্রে মতের মিল না হলেই এমডিকে হয়রানির অভিযোগ আছে। অভিযোগ রয়েছে খোদ ব্যবস্থাপনা পরিচালকের নানা ধরনের অনিয়ম ও কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়ারও। তাই, এসব সমস্যা কাটিয়ে উঠতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে নতুন নিয়ম করেছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশের ব্যাংক খাতে সুশাসন ও সঠিক পরিচালনার ঘাটতি দীর্ঘদিনের। আর এর বড় কারণ দক্ষ ব্যবস্থাপনা পরিচালকের অভাব।

এদিকে দক্ষ হলেও আবার স্বাধীনভাবে কাজের সুযোগ নেই অনেক ব্যাংকের এমডি'র। চাকরি ঠিক রাখতে ছুটতে হয় পরিচালনা পর্ষদের স্বার্থ রক্ষায়। আবার পর্ষদের সঙ্গে দ্বন্দ্বে জড়ালে চুক্তির মেয়াদ শেষের আগেই চাকরি হারানোরও নজির আছে।

অন্যদিকে খোদ এমডিই জড়িয়ে পড়েন নানা অনিয়মে। বেনামে ঋণ, দায়িত্ব পালনে অনিয়মসহ নানা কেলেঙ্কারিতে সুনাম খোয়ান অনেকে। গত কয়েক বছরে এরকম একাধিক ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নাম আলোচনায় আসে।

এসব অনিয়ম-অব্যবস্থাপনা ঠেকাতে তাই সম্প্রতি ব্যাংকের এমডি নিয়োগে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যেখানে বলা হয়েছে, এ পদে নিয়োগ পেতে বয়স হতে হবে ৪৫ থেকে ৬৫ বছর। সেইসঙ্গে ব্যাংকিং খাতে থাকতে হবে ২০ বছরের অভিজ্ঞতা।

|এখন

ব্যাংকের এমডি হওয়ার শর্ত। ছবি: এখন টিভি

শুধু নিয়োগের নির্দেশনা নয়, মেয়াদের আগে পর্ষদ থেকে চকরি ছাড়তে বাধ্য করলেও জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। মূলত এমডিকে জোরপূর্বক অব্যাহতি দেয়া বন্ধ করতে এমন সিদ্ধান্ত। সেইসঙ্গে পর্ষদের কোনো আলোচনা বা সিদ্ধান্ত ব্যাংকের জন্য ক্ষতিকর মনে হলে এমডিকে তা লিখিত বা মৌখিকভাবে কেন্দ্রীয় ব্যাংককে জানানোর বিষয়ে বলা হয়েছে নির্দেশনায়।

|এখন

কেন্দ্রীয় ব্যাংকের বিধি- নিষেধ। ছবি: এখন টিভি

এছাড়া প্রজ্ঞাপনে এমডিদের সুযোগ-সুবিধার বেশকিছু বিষয়ও বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট করে দিয়েছে। বছরে উৎসব ভাতা ও উৎসাহ ভাতার পরিমাণ উল্লেখ করে দেয়া হয়েছে। ব্যক্তিগত ও পরিবারের কোনো খরচ এবং বেতন বাড়ানোর বিষয়ে নিষেধ করা আছে এ নির্দেশনায়।

|এখন

এমডিদের সুযোগ-সুবিধা। ছবি: এখন টিভি

অপরদিকে নতুন নির্দেশনায় এমডি হিসেবে নিয়োগ বা পুনরায় নিয়োগ পেতে হলে কেন্দ্রীয় ব্যাংকের কমিটির কাছে দিতে হবে মৌখিক পরীক্ষা। এরপরই তাঁর নিয়োগ ও মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত হবে। এ বিষয়ে ইতিমধ্যে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এতদিন অনেক ব্যাংকের পর্ষদ নিয়ম না মেনে এমডি নিয়োগ দিয়েছে। তবে এখন সেই সুযোগ থাকছে না বলে জানান এই ব্যাংকার।

ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ বলেন, 'এমডি বোর্ডের যেকোন ধরনের আবদার, নির্দেশনা চোখ বন্ধ করে সহ্য করবে তাদেরকে তারা এমডি নিয়োগ করবে। ১২ বছর ব্যাংকের কোর ব্যাংকিং এর সাথে জড়িত না থেকেও বা আরও কম সময়ে থেকেও ব্যাংকিং এমডি হয়েছে। সেখানে কিছু নয়ছয়ও করা হয়েছে ব্যাংকিং সেক্টরে।

নতুন এ নির্দেশনাকে স্বাগত জানিয়েছে বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ। বলেন, এখন থেকে ব্যাংকের এমডি সব কিছু করতে বাধ্য হবেন না। এছাড়া অনিয়মের বিরুদ্ধে তার ক্ষমতা নিশ্চিত করা হয়েছে বলেও মনে করেন তিনি।

বিশ্বব্যাংক-বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, 'একটা ব্যাংকের এমডি যদি বোর্ডের মতামতের সাথে একমত না হয় বা বোর্ড যদি তাকে এমন কিছু করতে বলে যেটা প্রতিষ্ঠানের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক তাহলে সেটা করতে সে বাধ্য নয়। অপসারণ করার জন্য কিছু নির্দেশনা দিয়ে দেয়া আছে। আচরণবিধি লঙ্ঘন করে তাহলে বরখাস্ত করতে পারে তবে সেটা বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে।'

বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকিং খাতে যোগ্য লোকের অভাব রয়েছে। এজন্য দেশের তফসিলি ব্যাংকগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রশিক্ষণ বাড়িয়ে দক্ষ জনবল নিশ্চিত করার তাগিদ।

সেজু