অর্থনীতি
0

সব সূচকই বাড়ছে, অনিশ্চয়তার কিছু নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অনিশ্চয়তা বা হতাশার কিছু নেই। দেশের উন্নয়নের সব সূচকই বাড়ছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শুধু মূল্যস্ফীতি কীভাবে উদ্বেগ হয়- প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের সব সূচক বাড়ছে। শেখ হাসিনার নেতৃত্বে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমরা আজকে সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি। আমাদের যে সূচকগুলো আছে সেগুলো বাড়ছে।’

রেমিট্যান্সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ফেব্রুয়ারি মাসের রেমিট্যান্স প্রকাশ করা হয়েছে, এ মাসে ২১৬ কোটি ডলার এসেছে। সবগুলো সূচকই তো বাড়ছে। কাজেই এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই।

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে দাবি করে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘একটা মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এগুলো তো চলছেই, কিছু হয়নি। যেমন বিএনপির মহাসচিব বলছেন তিনি কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন না। তারা তো এসব কথায় কথায় বলে। এগুলো তো সিরিয়াস কোনো ক্রিটিসিজম না।’

এ সময় অর্থমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, ‘বর্তমানে শেখ হাসিনার ডেল্টা প্লানের লক্ষ্য ধরেই বাংলাদেশ এগিয়ে চলেছে। দেশের যে অব্যাহত উন্নতি, মানুষের যে নতুন আশার সঞ্চার হয়েছে- এগুলো তো রাস্তায় ঘুরলেই দেখা যায়। মেট্রোরেলে চললেই বুঝতে পারবেন। মানুষ কতটা খুশি হয়েছে।’

ইএ