প্রতিবেদন অনুযায়ী, জুন ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪ পর্যন্ত রিজার্ভ কমেছে ৬০৯ কোটি ১১ লাখ ডলার। আর ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত রিজার্ভ কমেছে ৭১১ কোটি ৬ লাখ ডলার বা ২২.০৭ শতাংশ।
চলতি বছরের জানুয়ারির শেষে মোট রিজার্ভ দাঁড়ায় ২৫.১১ বিলিয়ন ডলার এবং আইএমএফের পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী হয় ১৯.৯৬ বিলিয়ন ডলার। এদিকে গত বছর জুন শেষে মোট রিজার্ভ ছিল ৩১.২০ বিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী ২৪.৭৫ বিলিয়ন ডলার। অপরদিকে গত বছর জানুয়ারিতে মোট রিজার্ভ ছিল ৩২.২২ বিলিয়ন ডলার।