আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের ৪২ সেরা করদাতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ আহবান জানান করদাতারা।
কর দেয়ায় উৎসাহিত করতে প্রতিবছর সেরা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় আয়কর বিভাগ। এ বছরও চট্টগ্রাম, কক্সবাজারসহ তিন পার্বত্য জেলার ৪২ জন করদাতাকে চারটি ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়।
সেরাদের তালিকায় আছে ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বিএসআরএম, স্টিল ও অটোমোবাইল খাতের প্রতিষ্ঠান পিএইচপি গ্রুপের কর্মকর্তাসহ প্রান্তিক পর্যায়ের করদাতারাও।
টানা ১৩ বছর ধরে সবোর্চ্চ করদাতার সম্মাননা পেয়ে আসছে বিএসআরএম। এ বছরও এই গ্রুপের চেয়ারম্যান, এমডিসহ এই পরিবারের তিন সদস্য সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। বড় করদাতাদের উপর চাপ কমাতে করনেট আরও বাড়ানোর আহ্বান তাদের।
বিএসআরএম’র ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসাইন বলেন, ‘আমরা আজকে তৃতীয় প্রজন্ম কর দিচ্ছি। আশা করছি আমাদের সন্তানরাও কর দেবে। সরকারকে ধন্যবাদ জানাই আমাদের সম্মাননা দেয়ার জন্য।’
পিএইচপি গ্রুপ এর আগেও সেরা করদাতার পুরস্কার পেলেও প্রথমবারের মতো তরুণ করদাতার পুরস্কার পেলেন পিএইচপি অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক আখতার পারভেজ।
তার মতে, প্রশিক্ষণ ও উব্দুদ্ধ করা হলে আরও বেশি তরুণ কর দিতে উৎসাহিত হবেন।
তবে রিটার্ন দাখিলের কয়েক বছর পর অডিট আপত্তি তুলে পুনরায় কর ফাইল উন্মোচন করে কর বিভাগের হয়রানির অভিযোগ করেছেন কেউ কেউ।
পেডরোলা এন কে লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান বলেন, ‘কর দিয়ে আমি আনন্দিত হয়েছি। তবে আমরা যারা নিয়মিত কর দিয়ে থাকি তাদের ওপরই বেশি হামলা হয় কর বিভাগের।’
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, 'কর সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। এখন ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্স দিতে চান। রাজস্ব আয় বাড়াতে ও বৃহৎ অর্থনীতির দেশ হতে হয়রানিমুক্ত করদাতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।'
এনবিআরের মোট রাজস্বের ৩৬ শতাংশ আসে আয়কর থেকে। জিডিপিতে করের অবদান বাড়াতে এনবিআরের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন করদাতারা।





