আজ (সোমবার, ৩১ মার্চ) ঈদগাহে নামাজ পড়ার সময় ঘাতক মাসুম কৌশলে ইমামের পিছনে নামাজ পড়তে দাঁড়ায়। ইমাম মো. ইমরান রুকুতে গেলে ঘাতক সঙ্গে থাকা চাপাতি দিয়ে আঘাত করতে গেলে মুসুল্লিরা তাকে ধরে ফেলেন।
আটক করা মাসুম কড়ইবাড়িয়া আলীর বন্দর গ্রামের সাইদুলের ছেলে।
পুলিশ জানায়, ঘাতক মাসুম ও ইমাম মো.ইমরান এক সময়ে বন্ধু থাকলেও পরবর্তীতে দু'জনের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। পূর্ব শত্রুতার জেরে মাসুম ইমাম ইমরানের ওপর হামলা চালায়।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, 'খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘাতক মাসুমকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিষয় নিয়ে মাসুমকে জিজ্ঞেসাবাদ চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।'